ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন

সোমবার, ০৪ নভেম্বর ২০২৪ | ১১:১৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ব্রাহ্মণবাড়িয়া জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আহবায়ক এবং সিরাজুল ইসলাম সিরাজকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।


এই ৩২ সদস্যের কমিটি সোমবার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।


নব-গঠিত কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটিতে ৩০ জন সদস্যের মধ্যে উল্লেখযোগ্য সদস্যরা হলেন—ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল (অর্থনৈতিক বিষয়ক সম্পাদক), হাফিজুর রহমান মোল্লা কচি (সাবেক সভাপতি), জহিরুল হক খোকন (সাবেক সাধারণ সম্পাদক), নূরে আলম সিদ্দিকী, অ্যাডভোকেট তরিকুল ইসলাম রুমা, বেলাল উদ্দিন সরকার তুহিন, আবু শামীম মো. আরিফ, মো. আসাদুজ্জামান শাহীন, অ্যাডভোকেট এ.কে.এম কামরুজ্জামান মামুন, কাউছার কমিশনার, আলহাজ্ব মো. আজিম, মাসুদুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট শামসুজ্জামান চৌধুরী কানন, মাইনুল হোসেন চপল, এইচ.এম বাশার, শফিকুল ইসলাম, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, আহসান উদ্দিন খান শিপন, তরুন দে, মো. আল-আমিন লিটন, মো. সালাহ উদ্দিন, তানিম সাহেদ রিপন, আরমান উদ্দিন পলাশ, আলহাজ্ব মো. মাহিন, আশরাফুল করিম রিপন, মজিবুর রহমান মন্টু, আবুল কালাম, নাছির আহমেদ, অ্যাডভোকেট জালাল উদ্দিন, কবীর আহমেদ ভূইয়া।

সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘আমরা দলের উন্নয়ন ও জনগণের সেবা করার জন্য প্রস্তুত।’ নতুন এই কমিটির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নতুন উদ্যমে কার্যক্রম শুরু করতে প্রস্তুত বলে জানানো হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!