ব্রেকিং

x

আখাউড়ায় বিস্ফোরক আইনে গ্রেফতার ১

শনিবার, ০২ নভেম্বর ২০২৪ | ৮:৩৩ অপরাহ্ণ

আখাউড়ায় বিস্ফোরক আইনে গ্রেফতার ১

আখাউড়ায় বিস্ফোরক আইনে দুলাল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানার অফিসার ইনর্চাজ আবুল হাসিম এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত শেখ মো: সফিকুল ইসলাম ওরফে দুলাল উপজেলার ধরখার ইউপির চান্দপুর গ্রামের সিরু মিয়ার পুত্র।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ধরখার এলাকায় তাকে গ্রেফতার করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুলাল আখাউড়া থানার বিস্ফোরক মামলায় অভিযুক্ত ও পুলিশের তদন্তে প্রমানিত আসামী।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম জানায়, গ্রেফতারকৃত দুলালকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!