ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোস্তাকিন মিয়া (২৩) ও আহাম্মদ আলী(৪৬) নামে দুই মাদকসেবীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো: ইমরানুল হক ভূইয়া তাদেরকে এই সাজা দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মোস্তাকিন মিয়া ও আহাম্মদ আলী দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বিকালে নাসিরনগর থানার এস আই মো: কুদ্দুস ও এ এস আই মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পুলিশ উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা পূর্বপাড়া নিজ বাড়ি থেকে মাদক সেবনকারী আহাম্মদ আলীসহ মোস্তাকিনকে আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আটককৃত কুন্ডা গ্রামের মৃত আরজ আলীর ছেলে আহাম্মদ আলী ও সরাইল উপজেলার কালিকচ্ছ মধ্যপাড়ার মো: নুরুল হকের ছেলে মোস্তাকিনকে ১ বছর করে বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে উভয়কে ১০০ টাকা অর্থদন্ড করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত মোস্তাকিন মিয়া ও আহাম্মদ আলীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মো: আবদুল কাদের ঘটনা নিশ্চিত করেছেন।
নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: ইমরানুল হক ভূইয়া ভ্রাম্যমান আদালতের বিষয়টি নিশ্চিত করে জানান,মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। উপজেলা প্রশাসনের মাদক বিরোধী মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com