ব্রেকিং

x

কসবায় ২ কোটি টাকার বিপুল পরিমান ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | ৩:০০ অপরাহ্ণ

কসবায় ২ কোটি টাকার বিপুল পরিমান ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রায় দুই কোটি টাকা মুল্যের বিপুল পরিমান চোরাই পণ্য উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার ভোড় ৪টায় সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা কসবার খিরনাল সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, থ্রিপিছ ও চাদর জব্দ করে। সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা আজ ভোড়ে কসবার খিরনাল সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি ১১৩৪ পিস ভারতীয় শাড়ি, ৪৭০ পিস থ্রিপিছ, এবং ৩৮১ পিস চাদর জব্দ করতে সক্ষম হয়। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যায়। জব্দকৃত চোরাই পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৮৫ লক্ষ ১০ হাজার টাকা।


সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!