কুমিল্লা সেক্টরের বিজিবি-৬০ সুলতানপুর ব্যাটালিয়নের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থেকে প্রায় ৪২ লাখ টাকা মূল্যের কোবরা বাজি উদ্ধার করা হয়েছে। রবিবার ভোররাতে বিজিবির অভিযানে এই বিপুল পরিমান অবৈধ পটকা বাজি উদ্ধার হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।
বিজিবি জানায়, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্ত পিলার ২০৪৪/৭-এস হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশেরঅভ্যন্তরে কাশিরামপুর নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১ লাখ ৯০ হাজার ৪ শ পিস ভারতীয় অবৈধ কোবরা বাঁজি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ৪১ লাখ ৮৮ লাখ ৮শত টাকা বলে জানিয়েছে বিজিবি।
এর আগে কুমিল্লায় ভারতীয় সীমান্ত থেকে ২৫ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের ২৫,৮০০ পিস বাজি জব্দ করেছে বিজিবি-১০ ব্যাটালিয়ন। শনিবার (২৬ অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ কটকবাজার চেকপোস্টের বিশেষ টহল দল এই অভিযানটি পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির।
জানা যায়, সীমান্ত পিলার ২১০০/২-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেকেনগর নামক স্থানে ভারত থেকে পাচারের উদ্দেশ্যে আনা এই বিপুল পরিমাণ বাজি জব্দ করা হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com