মামলা থাকার অভিযোগে সুকুমার বড়ুয়া(৭৪) ও প্রণব কান্তি বড়ুয়া (৫৩) নামের দু’জনকে ভারতে যেতে দেওয়া হয়নি। সম্পর্কে তারা শশুর-জামাই। আজ মঙ্গলবার তারা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যেতে চাচ্ছিলেন। ইমিগ্রেশন (অভিবাসন) পুলিশ দুপুরে তাদেরকে আটকের পর বিকেলে থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন। আটক সুকুমার বড়ুয়া চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাংবাদিক প্রণব কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেল কলেজের সিন্ডিকেট সদস্য।
এদিকে চট্টগ্রামের একাধিক সাংবাদিক জানান, প্রণব বড়ুয়ার বিরুদ্ধে মামলা আছে কি-না তারা নিশ্চিত হতে পারেননি। তবে তার শশুরের বিরুদ্ধে মামলা আছে। এ বিষয়ে একাধিকবার ফোন কল দিলেও আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ মো. খাইরুল আলম রিসিভ করেননি। এ প্রতিবেদক ম্যাসেজ পাঠিয়েও সাড়া পাননি। তবে একটি হুয়ার্টসঅ্যাপ গ্রুপে তিনি লিখেন, ওই দু’জনের বিরুদ্ধে মামলা আছে। মামলা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাদেরকে আখাউড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com