ব্রেকিং

x

হিম্মত থাকলে ফ্যাস্টিস্টরা প্রকাশ্যে রাজনীতিতে আসুক: ছাত্রদল সভাপতি

শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ | ৬:৪০ অপরাহ্ণ

হিম্মত থাকলে ফ্যাস্টিস্টরা প্রকাশ্যে রাজনীতিতে আসুক: ছাত্রদল সভাপতি

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে শহরের টেংকের পাড় পৌর কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।


এ সময় বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত ফ্যাসিস্ট সংগঠনের তৎপরতা দেখা যায়। আমরা তাদের বলে দিতে চাই, যদি কারো হিম্মত থাকে, যদি নৈতিক সাহস থাকে তবে যেন প্রকাশ্যে রাজনীতি করার সাহস দেখায় এই বাংলাদেশে। তারা যেন তাদের বিগত ১৫ বছরের কার্যক্রম সামান্য কিছু হলেও আমাদের সামনে নিয়ে এসে কথা বলে।’


তিনি আরও বলেন, ‘আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর যেভাবে অত্যাচার চালানো হয়েছে, বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের ওপর এমন অত্যাচার করা হয়নি। এই নির্দলীয় নিরপেক্ষ সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির অঙ্গ সংগঠন মিলে সর্বাত্মকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। সকল ষড়যন্ত্র আমরা তাদের পাশাপাশি থেকে মোকাবেলা করে যাচ্ছি।’

এ সময় তিনি তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

সভায় কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল বলেন, ‘বাংলাদেশে এখন বোরকা পরে অনেকে পালিয়ে যাচ্ছেন। অনেকে আমাদের সুন্নত কামিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে চলে যাচ্ছে। এরা নাকি মুক্তিযোদ্ধা। এরা নাকি স্বাধীনতা স্বপক্ষের শক্তি। তাদের এই পালানোর প্রতিযোগিতা ঠেকানোর জন্য শেখ হাসিনা বলছেন চট করে দেশে ঢুকে যাবেন। আমরাও বলছি আসেন, কোনো অসুবিধা নেই। আপনাকে আসতেই হবে। আপনি গত ১৫ বছর অনেক গুম খুনের ঘটনা ঘটিয়েছেন। সেগুলোর বিচার করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করবো শেখ হাসিনাকে যেন বাংলাদেশের মানুষের সামনে এনে বিচার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, জেলা ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীসহ জেলার বিভিন্ন উপজেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!