আখাউড়ায় বিস্ফোরক আইনে আক্তার ভুইয়া (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আক্তার ভুইয়া আখাউড়া ধরখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আজ শুক্রবার সেখানকার রুটি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানার অফিসার ইনর্চাজ মো: আবুল হাসিম এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি বাজার এলাকায় ধরখার পুলিশ ফাড়ির সদস্যরা অভিযান পরিচালনা করে আওয়ামীলীগ নেতা আক্তার ভুইয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আক্তার ভুইয়া ধরখার ইউপির নুরপুর গ্রামের মৃত মকবুল হোসেন ভুইয়ার পুত্র।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com