ভারতের ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে চারজন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাদেরকে স্থানীয় সাব্রুম আদালতে পাঠানো হয়। আজ বুধবার ত্রিপুরার দেশের কথা সংবাদপত্রে এই খবর প্রকাশ করেছে।
প্রকাশিত খবরে বলা হয়েছে বাংলাদেশ-ভারত সীমান্তের ত্রিপুরা প্রদেশের সাব্রুম জেলার মাগরুম সীমান্ত এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার চারজন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল প্রদীপ কুমার দাস (৫৩) গোবিন্দ দাস (৩৮), আলো রানি দাস (২২) বিউটি দাস (২০)। তাদের সবার বাড়ি বাংলাদেশের ফেনীতে। স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারের জন্য গ্রেফতারকৃতদের সাব্রুম আদালতে পাঠানো হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com