ব্রাহ্মণবাড়িয়ায় মহিষ, শাড়ী, থ্রি-পিস ও কসমেটিক্সসহ প্রায় পাঁচ কোটি টাকার ভারতীয় চোরাই পন্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ২৪ ঘন্টায় বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এই পণ্য উদ্ধার করেছে। বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি কসমেটিকস, শিশুখাদ্য ও মসলাসহ অন্তত চার কোটি টাকার বেশি মূল্যের চোরাই পণ্য আটক করেছে বিজিবি সদস্যরা, একই সময়ে সাতবর্গ এলাকায় অভিযান চালিয়ে ৩৮টি ভারতীয় মহিষসহ দুটি ট্রাক আটক করেছে বিজিবি সদস্যরা। আটক মহিষের দাম ৭৬ লাখ টাকা বলে জানায় বিজিবি। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় বলেও জানান বিজিবি।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, বিজিবির চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গত চার মাসে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস, মসলা, মাদক এবং ভারতীয় মহিষসহ অন্তত ৭৫ কোটি টাকার ভারতীয় পণ্য আটক করতে সক্ষম হয়েছে। চোরাচালানীদের বিরুদ্ধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com