ব্রেকিং

x

আখাউড়ায় টিকিট কালোবাজারি ও ডাকাতির অভিযোগে গ্রেফতার ২

বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ | ১২:০৭ পূর্বাহ্ণ

আখাউড়ায় টিকিট কালোবাজারি ও ডাকাতির অভিযোগে গ্রেফতার  ২

আখাউড়ায় ট্রেনের টিকিট কালোবাজারী ও ডাকাতির অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। যৌথবাহিনীর অভিযানে  সোমবার তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল আখাউড়া পৌরসভার নারায়নপুর গ্রামের রহিম মিয়ার পুত্র আব্দুল হেকিম (৪৫) ও দেবগ্রাম বাগানবাড়ীর সাত্তার মিয়ার পুত্র আল আমিন (৩৬)।


আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, সোমবার আখাউড়ায় যৌথবাহিনীর অভিযানে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে আব্দুল হাকিমকে গ্রেফতার হয়। এর আগে মুরাদ নামে এক কালোবাজারী আটক হওয়ার পর তার তথ্যের ভিত্তিতে তদন্তের পর আটক করা হয় তাকে। বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। একই দিন দেবগ্রামের বাগান বাড়িতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ডাকাতি মামলায় অভিযুক্ত মো. আল আমিনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আখাউড়া থানায় ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে পাঠানো হয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!