গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বংশাল থানার জল্লাবাজার এলাকা থেকে আসামি আব্দুল মতিনকে গ্রেফতার করে র্যাব-১০ এর একটি দল। রোববার দুপুর সাড়ে ১২টায় তাকে আটক করা হয়।
আব্দুল মতিন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তার বাবার নাম আব্দুল হক হাওলাদার, সাং-ভাটপাড়া, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
র্যাব ১০ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুল মতিন মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি। জেল থেকে পলায়ন করার পর সে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com