ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রিক্সা ভ্যান শ্রমিকলীগের সভাপতি মুসলিম মিয়া (৪৩) সহ তিনজনকে গ্রেফতা করা হয়েছে। শনিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাে করে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। আখাউড়ার থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবুল হাসিম এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার রাধানগর টিএনটি এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ আখাউড়া উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিকলীগের সভাপতি মুসলিম মিয়াকে গ্রেফতার করে। বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও পুলিশ জানায়। এদিকে আখাউড়া দুর্গাপুর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে লিটন মিয়া নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে ও দেবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এজাহার নামীয় শাউন মিয়া (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সকলকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরন করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com