ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কুখ্যাত ডাকাত সাইফুল ইসলাম শাওন পাঠানকে গ্রেপ্তার করেছেন সরাইল থানা পুলিশ।
গত শুক্রবার সকালে অভিযান চালিয়ে উপজেলা সদরের নিজ বাড়ি থেকে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। শাওন সদর ইউনিয়নের পাঠান পাড়ার হানিফ পাঠানের ছেলে।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, শাওন পাঠান সরাইল উপজেলার বিভিন্ন সড়ক মহাসড়কে পরিবহনে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। তার বিরূদ্ধে শুধু সরাইল থানায়ই আধা ডজনেরও অধিক মামলা রয়েছে। ২০১৪ খ্রিষ্টাব্দে শাওনের বিরূদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত তাকে ২০ (বিশ) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এই সাজার আদেশ হওয়ার পরও শাওন নিজেকে আইনের কাছে সোপর্দ না করে আত্মগোপনে চলে গিয়েছিল। দীর্ঘদিন পর গত শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায় এস আই গোলাম সামদানি। অভিযানকালে ২০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত শাওনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, সাজাপ্রাপ্ত আসামি আইনকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। শুধু শাওন নয় গত শুক্রবার দিনে রাতে বেশ কয়েকজন গ্রেপ্তারি পরোয়ানার আসামীকে গ্রেপ্তার করেছি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com