ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীমের বদলি আদেশ বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন হয়েছে। শুক্রবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে ছাত্র-জনতার ব্যানারে আলদাভাবে এসব কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশ, মানবন্ধন ও সংবাদ সম্মেলনে বদলি আদেশ বাতিল এবং নতুন পোস্টিং পাওয়া লক্ষ্মীপুর সদরের ইউএনওকে দুর্নীতিগ্রস্ত আখ্যায়িত করে নবীনগরে আসতে না দেওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
গত ৩ অক্টোবর সরকারি এক প্রজ্ঞাপনে নবীনগরের ইউএনও তানভীর ফরহাদ শামীমকে রাঙামাটির বিলাইছড়িতে এবং লক্ষ্মীপুর সদরের ইউএনও আরিফুর রহমানকে নবীনগরে বদলি করার প্রজ্ঞাপন জারি করা হয়। এরই প্রেক্ষিতে এসব কর্মসূচি আহ্বান করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বদলির প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। সর্বস্তরের শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তৃতা করেন মারুফুল ইসলাম, মুন্না, আফরোজা জাহান, আঁখি, মাহির প্রমুখ। ইউএনও তানভীর ফরহাদ শামীমের বদলি আদেশ বাতিল করে নবীনগরেই পুনর্বহাল করার দাবি জানায় তারা। একইসঙ্গে লক্ষ্মীপুরের দুর্নীতিগ্রস্ত ইউএনওকে নবীনগরে আসতে না দেওয়ারও ঘোষণা দেয়।
অপরদিকে বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যানারে সংবাদ সম্মেলন হয়। এতে বক্তৃতায় অথৈ, জান্নাতুল ও সাফি বলেন, লক্ষ্মীপুর থেকে অপসারিত দুর্নীতিগ্রস্ত উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানকে নবীনগরে বদলি আদেশ বাতিল করতে হবে। তাঁর মতো দুর্নীতিগ্রস্ত ইউএনওকে আমরা চাই না।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পরিবর্তনের পর সারাদেশে অপ্রীতিকর ঘটনা ঘটলেও নবীনগরে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেটি সম্ভব হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের বিচক্ষণতা, ভালোবাসা ও আন্তরিকতার কারণে। সেই বিবেচনায় ইউএনওর বদলি বাতিলের দাবি তুলেছে তারা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com