ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে মাদকসহ কোটি টাকার ভারতীয় অবৈধ পন্য উদ্ধার হয়েছে। শুক্রবার রাতে বিজিবি সদস্যরা উপজেলার জয়নগর সীমান্তে এই অভিযান পরিচালনা করে। এখানকার ৬০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এই অবৈধ পন্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিকে শুক্রবার দিবাগত মধ্যরাতে বিজিবি সদস্যরা উপজেলার মোগড়া ইউনিয়নের জয়নগর সীমান্তে অভিযান পরিচালনার করে। এ সময় এক কোটি তিন লাখ টাকা মূল্যের ৬৪৮ পিস মোবাইল ডিসপ্লে, দুই লাখ পিস ট্যাবলেট, ২৪ বোতল হুইস্কি ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয় বলেও বিজিবি জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com