ব্রেকিং

x

ভারতে রাসুল (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সরাইলে বিক্ষোভ মিছিল

শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ | ৭:১০ অপরাহ্ণ

ভারতে রাসুল (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সরাইলে বিক্ষোভ মিছিল

ভারতে ইসলাম ধর্ম ও রাসুল (সাঃ) কে নিয়ে কটূক্তি এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে নবী প্রেমি তৌহিদী জনতা ব্যানারে আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় শহীদ মিনার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


বিক্ষোভ মিছিলে হিন্দু পুরোহিত ও বিজেপি নেতার বিচারের দাবিতে স্লোগান দেয় মুসল্লীরা। এসময় মিছিলে ৫শত তৌহিদী জনতা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বসাধারণ অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মাইনুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মুফতী রাকিব সিকদার,সরাইল উপজেলা জামায়াত ইসলামের সাবেক সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, মুফতী রায়হান, প্রিন্সিপাল মাওলানা ইহছান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক আশিকুর রহমান আশিক প্রমূখ।


সমাবেশ বক্তারা বলেন, রাসুল (সঃ) কে নিয়ে কটূক্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে। হযরত মুহাম্মদ (সাঃ) এর অপমান মুসলমানরা মেনে নিবে না। বিগত দিনেও মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেওয়া হবে না। ভারতের ধর্মীয় প্রচারক রামগিরি রাসুল (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। তাদের চরম মূল্য দিতে হবে মুসলমানদের কলিজায় আঘাত করেছে তারা। এসময় বক্তারা জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!