ব্রেকিং

x

আখাউড়ায় মন্দিরের জায়গা উদ্ধার

বুধবার, ০২ অক্টোবর ২০২৪ | ৫:০২ অপরাহ্ণ

আখাউড়ায় মন্দিরের জায়গা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরের জায়গা উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে এক অভিযানে ওই জায়গায় থাকা ঘর উচ্ছেদ করা হয়। উদ্ধার হওয়া জায়গার পরিমাণ প্রায় ১০ শতাংশ। এ উদ্ধার অভিযানের পর পুজা পুর্ববর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের মাঝে স্বস্থি ফিরে এসেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মোগড়া ইউনিয়নের দশভুজা কালি মন্দিরের পক্ষে ১৪ শতাংশ জমি রেলওয়ে থেকে বন্দোবস্ত (লিজ) আনা হয়। এর মধ্য চার শতাংশ জমি মানবিক কারণে প্রতিবেশি মো. আব্দুল্লাহকে ছেড়ে দেওয়া হয়। দেশের সার্বিক অবস্থার প্রেক্ষিতে ১৩ আগস্ট গভীর রাতে আব্দুল্লাহ দলবল নিয়ে ওই দশ শতাংশ জায়গা দখলে নিয়ে নেন। ওই জায়গায় একটি ঘরও তুলে ফেলেন। এ সময় হামলায় হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকজন আহত হন।


বুধবার সকালে রেলওয়ের বিভাগীয় (চট্টগ্রাম) ভূসম্পত্তি কর্মকর্তা দীপঙ্কর তঞ্চ্যঙ্গার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতেই কর্তৃপক্ষ ঘরটি ভেঙ্গে দেয়। এ সময় আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিমসহ আরএনবি’র সদস্যরা উপস্থিত ছিলেন।


আখাউড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক দীপক কুমার ঘোষ বলেন, ‘বিষয়টি নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছিলো। উচ্ছেদের পর স্বস্থি ফিরেছে।’ প্রতিবেশি পরিবারটি আবার যেন একই ঘটনার পুনরাবৃত্তি না করতে পারে সেদিকে নজর রাখতে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!