ব্রেকিং

x

মহানবী (সা:) নিয়ে কটুক্তির প্রতিবাদে আখাউড়ায় বিক্ষোভ সমাবেশ

সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১:৪১ অপরাহ্ণ

মহানবী (সা:) নিয়ে কটুক্তির প্রতিবাদে আখাউড়ায় বিক্ষোভ সমাবেশ

মহানবী হযরত মুহাম্মদ (সা:) নিয়ে ভারতের হিন্দু পুরোহিত ও বিজেপি নেতার কটুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের সড়ক বাজার মুক্তমঞ্চে হেফাজতে ইসলামের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন জায়গা থেকে এই সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক ও সর্বস্তরের ধর্মপ্রাণ তৌহেদি জনতা স্বত:স্ফুর্তভাবে অংশ করে।


প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হযরত মাও: আসাদ আল হাবিব, মাও আসাদুজ্জামান, আলহাজ মুসলেহ উদ্দিন ভূইঁয়া, মাও: আব্দুল বাছির আল মাহদী, মাও: হাবিবুল্লাহ বাহার, মাও: মুফতি সুহাইল আহমদ ধরমন্ডলী, মাও: অলিউল্লাহ, মাও: ফখরুদ্দিন আহমেদ,আলহাজ বিল্লাল হোসেন, মাও জিয়াউর রহমান, মুফতি ইব্রাহিম বিন আব্দুল মান্নান, মাও: জাকির আহমেদ, মাও: মাহমুদুল হাসান প্রমূখ।
বক্তারা বলেন ভারতে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিকারীর ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান আমরা কিছুতেই তা মেনে নেবো না। অতি দ্রæত কটূক্তিকারীদেও গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রান মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে। প্রতিবাদ সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল হয়।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!