ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১২:২৭ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওলি মিয়া (৭০) নামের এক পাবলিক টয়লেট ইজারাদার খুন হয়েছে। আজ রোববার ভোর ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের জগৎবাজারে এ ঘটনা ঘটে।
ওলি মিয়া শহরের উত্তর পৈরতলা মৃত মতি মিয়ার ছেলে। তিনি জগৎ বাজারের পাবলিক টয়লেটের ইজারাদার ছিলেন।


হাসপাতাল ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, ওলি মিয়া শনিবার পাবলিক টয়লেট দেখবাল করার জন্য বিকেলে জগৎ বাজারে যায়। উনি পাবলিক টয়লেটের ভেতরের যাওয়ার পর এক দুর্বৃত্ত তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে আহত করে পরে পালিয়ে যায়। তারপর বাজারের লোকেরা ওলি মিয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় রেফার করেন। পরে রোববার সকালে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।


এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, জগৎ বাজারে এক ব্যক্তি শনিবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছে। আজ সকালে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন। তবে কে বা কারা, কী কারণে তাকে খুন করেছে সঠিক বলা যাচ্ছে না। এ বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছেন। তদন্তের সাপেক্ষে দ্রুত খুনিকে গ্রেফতার করবো।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!