ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দুপুরে পৌর এলাকার খড়মপুর শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সভায় উপজেলার তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসানকে সভাপতি ও শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেওয়ান সাজিদুল হক দুলালকে সাধারণ সম্পাদক করে আট সদস্যের আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক। শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ শাহ আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন মোগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক রায় চৌধুরী, কর্মমঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, ছতুরা চান্দপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা জাতীয়করণসহ বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের কাছে দাবি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com