ব্রেকিং

x

আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ মাছ রপ্তানী শুরু

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ৭:০৬ অপরাহ্ণ

আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ মাছ রপ্তানী শুরু
ইলিশ মাছ ভর্তি গাড়ী

দীর্ঘ অপেক্ষার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পোনে ৭টায় ইলিশ মাছ রফতানী শুরু হয়েছে। স্বর্ণালী এন্টারপ্রাইজ নামে একটি রফতানী প্রতিষ্ঠানের ইলিশ ভর্তি দুইটি ট্রাক ভারতের ত্রিপুরায় প্রবেশের মধ্য দিয়ে এই রফতানী কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে আজ প্রায় সাড়ে ৭ হাজার কেজি ইলিশ মাছ ভারতে প্রবেশ করবে।


সিএন্ডএফ এজেন্ট আদনাল ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো: আক্তার হোসেন জানায় তাদের এজেন্টের মাধ্যমে আখাউড়া স্থলবন্দরের দিয়ে বিডিএস কর্পোরেশন নামে একটি রফতানী কারক প্রতিষ্ঠান আজ বৃহস্পতিবার তিন হাজার কেজি ইলিশ মাছ ভারতে রফতানী করছে। ভারতের ত্রিপুরায় এই মাছ নিচ্ছেন সেখানকার হিমপ্যাক্স ইন্টারন্যাশনাল নামে একটি রফতানী প্রতিষ্ঠান। তিনি আরো জানান, আজ সিএন্ড এজেন্ট এফ,এ এন্টারপ্রাইজের মাধ্যমে স্বর্নালী এন্টারপ্রাইজ নামে অপর একটি রফতানী কারক প্রতিষ্ঠান ভারতে রফতানী করেছে ৩ হাজার ৩১২ কেজি ইলিশ মাছ।


আখাউড়া স্থলবন্দরের মাছ রফতানী কারক এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো: ফারুক মিয়া জানায়, দুর্গাপুজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ সন্ধ্যায় ইলিশ মাছ রফতানী শুরু হয়েছে তবে ইলিশের গাড়ি বন্দরে দুপুর ১২টায় আসলেও বন্দরের কাষ্টমসের ছাড়পত্র না পাওয়ায় ভারতে রফতানী হতে সন্ধ্যা হয়। তিনি আরো জানান, পুজা পর্যন্ত এখান দিয়ে এই ইলিশ মাছ নিয়মিত ভারতে রফতানী হতে হবে যদি কাস্টমস সময়মত ছাড়পত্র দেয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!