ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র্যাব-৯ এর অভিযানে ২১০০ পিস ইয়াবাসহ মো. আসাদুল ইসলাম (২৬) নামে এক মাদক ব্যবসায়ি গ্রেপ্তার হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সাতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়িকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সাতপাড়ায় অভিযান চালানো হয়। রাত সাড়ে ১০টার দিকে র্যাব এ অভিযান চালায়। পরে ইয়াবাসহ এই মাদক ব্যবসায়িকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com