ব্রেকিং

x

আখাউড়ায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৮:২৯ অপরাহ্ণ

আখাউড়ায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আখাউড়ায় রেলওয়ের জায়গায় গড়ে উঠা কমপক্ষে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার দুপুরে শহরের সড়ক বাজার ও ঢাকা-আগরতলা সড়কে পাশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এই উচ্ছেদ অভিযানে ছিলেন মো: সজিব মিয়া ও আসাদুজ্জামান নামে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


জানা যায়, আখাউড়া পৌরসভার রেলস্টেশন ও ঢাকা-আগরতলা সড়কের পাশে রেলওয়ে স্কুল এলাকার স্থানে স্থানে রেলওয়ের ভুমিতে মুদি, কনফেকশনারী, চা ও ফলের দোকান গড়ে তুলে একদল মানুষ। রেলওয়ে এই সব ভুমি দখল মুক্ত করতে বৃহস্পতিবার দুপুরে উচ্ছেদ অভিযানে নামে রেলওয়ে কর্তৃপক্ষ।
অভিযান পরিচালনা শেষে আখাউড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া জানান, বৃহস্পতিবার রেলওয়ের ভুমি থেকে কমপক্ষে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ কার্যক্রম অব্যহত থাকবে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!