ব্রেকিং

x

ত্রিপুরায় বাংলাদেশের দুই মহিলা আটক

বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ৭:৫৩ অপরাহ্ণ

ত্রিপুরায় বাংলাদেশের দুই মহিলা আটক

ভারতের ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে স্মৃতি বেগম (৩০) ও সারমিন আক্তার (৩২) নামে দুইজন বাংলাদেশী মহিলা আটক হয়েছে। বুধবার ট্রেনে করে ত্রিপুরা থেকে অন্য প্রদেশে পালানোর সময় রেলস্টেশনে পুলিশের হাতে তারা আটক হয়। তাদের বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলায়। বুধবার সন্ধ্যায় ত্রিপুরার স্যান্দন পত্রিকার অনলাইন সংস্করনে এই তথ্য প্রকাশ হয়েছে।


প্রকাশিত খবরে বলা হয়েছে, বুধবার ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা রেলস্টেশনে দুইজন সন্দেহভাজন মহিলা আসে। সেখানকার জিআরপি থানার পুলিশ তাদেরকে আটক করে জিগ্গাসাবাদ করলে তারা বাংলাদেশী নাগরিক পরিচয় দেয়। তারা এক সাথে নয়জন রইস্যাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরায় পালিয়ে এসেছে। এর মধ্যে তারা আটক হয়েছে বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হবে। একজনের ছবি প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!