ব্রেকিং

x

আখাউড়ায় বিনা মূলে কৃষকদের মধ্যে গার্ডেন টিলার বিতরণ

সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪ | ৮:০৮ অপরাহ্ণ

আখাউড়ায় বিনা মূলে কৃষকদের মধ্যে গার্ডেন টিলার বিতরণ

আখাউড়ায় কৃষকদের মধ্যে বিনা মূল্যে জমি চাষের জন্য গার্ডেন টিলার দেয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উপকরণ বিতরন করে।


উপজেলা পরিষদে গার্ডেন টিলার বিতরণের সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি, প্রকল্প কর্মকর্তা ড. তৌফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মুন্সি তোফায়েল হোসেন, আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, সহকারী প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ শাওন মজুমদার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা জাহিদ হাসান প্রমুখ।
বন্যা পরবর্তী পরিস্থিতিতে কৃষকদের মধ্যে বিনা মূল্যে ১৫টি গার্ডেন টিলার দেয়া হয়েছে। কৃষকদের ৫টি ইউনিটের সক্রিয় ১৫টি গ্রুপকে দেয়া হয় এই উপকরন। এই গার্ডেন টিলার দিয়ে কৃষক জমি চাষের পাশাপাশি বাগানের আগাছা পরিস্কার করতে পারবে। কৃষকরা চাইলে এই উপকরণের আয় দিয়ে আরো উন্নমানের উপকরণ গ্রহন করতে পারবেন বলেও তিনি জানান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!