ব্রেকিং

x

আখাউড়ায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪ | ২:৫৬ অপরাহ্ণ

আখাউড়ায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

আখাউড়ায় সমন্বয়ক পরিচয়ে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে হস্তক্ষেপসহ মানুষকে হয়রানী করছে তারা কেউ বৈষম্য বিরোধী আন্দোলনের কেউ না । আন্দোলনকে বিতর্কিত করতে কিছু লোক এসব করছে। সোমবার সকালে আখাউড়া পৌরসভার কারিমা হোটেলে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা লিখিত বক্তব্যে এই কথা জানান। শিক্ষার্থীদের পক্ষে মো: জাহিদুল হাসান ভুইয়া লিখিত বক্তব্য পাঠ করেন।


সংবাদ সম্মেলন  লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলার শিক্ষার্থীরা ১৭ জুলাই সড়ক অবরোধের মাধ্যমে আন্দোলন শুরু করে পুলিশের নির্যাতনের মুখে পড়ে। আওয়ামী লীগের লোকজন তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের জড়ো করে পুনরায় ৪ আগষ্ট আন্দোলনে ঝাপিয়ে পড়লে পৌরসভার মেয়রসহ আওয়ামীলীগের লোকজন তাদের উপর আক্রমন করলে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে ৫ আগষ্ট আন্দোলনের সফলতা আসে। পরে কেন্দ্র থেকে সমন্বয়ক বিলুপ্ত করলে তারা সমন্বয়ক পরিচয় থেকে বিরত থাকে। এই অবস্থায় কিছু লোক বৈষম্য বিরোধী আন্দোলনকে বিতর্কিত করার জন্য নিজেদেরকে সমন্বয়ক পরিচয় দিয়ে আখাউড়া উপজেলার কিছু প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে হুমকি ধামকি দিচ্ছে। হয়রানী করার চেষ্টা করছে। এসব কর্মকান্ডের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনের কেউ জড়িত নয় বলেও তারা দাবী করেন।


এসময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মো: রিমন ভুইয়া,  তারেক ভুইয়া, রাইহান, সাকিব,  জীহান, মফিতাহুল,  সাকিব, সাইম, আরাফাত, তুহা, রানা, শ্রাবন, জুনাইদ,  আশরাফুল প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!