ভারতের ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। শনিবার বিএসএফ সদস্যরা সীমান্তে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। আজ রোববার ত্রিপুরার পত্রিকা স্যন্দন ও জাগরনে এ খবর প্রকাশ হয়েছে।
খবরে বলা হয়েছে, শনিবার বিএসএফ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৮ জন অবৈধ অনুপ্রবেশকারী আটক করে। এর মধ্যে সেখানকার রাঙ্গিচুরা সীমান্ত থেকে চারজনকে আটক করে। বাগিচোরা সীমান্ত থেকে বিএসএফ আটক করে দুইজন বাংলাদেশীকে। আগরতলা শহরের একটি ফ্ল্যাট থেকে দুইজন বাংলাদেশী আটক করে।
আটককৃতরা হল আজিম উদ্দিন (৩২), রফিক শেখ (৩৫), রানা সুত্রধর (৫৭), সেলি রানী সুত্রধর, (৫২), দুলাল সুত্র ধর (২৭) সজিব সূত্রধর (২০) বিনয় কুমার (৩৫), তমা সুত্রধর (৯)।
আটককৃদের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে ত্রিপুরারাজ্যের বিভিন্ন থানায় মামলা হয়েছে বলেও খবরে বলা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com