ব্রেকিং

x

আখাউড়ায় ভারতীয় ঢলের পানিতে ডুবে গর্ভবতী নারীর মৃত্যু

বুধবার, ২১ আগস্ট ২০২৪ | ৭:০৩ অপরাহ্ণ

আখাউড়ায় ভারতীয় ঢলের পানিতে ডুবে গর্ভবতী নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় ঢলের পানিতে ডুবে সুর্বনা আক্তার (২৫) নামে এক গর্ভবতী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের বীরচন্দ্রপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুবর্ণা বীরচন্দ্র গ্রামের পারভেজ মিয়ার স্ত্রী।
জানা গেছে, ভারতীয় পাহাড়ী ঢলের পানিতে হাওড়ানদীর বাধ ভেঙ্গে দ্রুত তলিয়া যায় বীরচন্দ্র এলাকা। প্রচন্ড গতিতে সুবর্ণার ঘরেও পানি ডুকে পড়ায় বাচার তাগিদে তাড়াহুরা করে সরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে পানিতে ডুবে যায় সুর্বনা। সুবর্ণা আক্তার গর্ভবতী হওয়ায় পানির সাথে শক্তি প্রয়োগ করে নিজেকে আর রক্ষা করতে পারেনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বুধবার দুপুরে আখাউড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষনা করে।
আখাউড়া উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. লুৎফুর রহমান ও স্থানীয় দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মো: জালাল উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!