শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকালে আখাউড়ায় বিএনপির নির্বাচনী সভায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ক্যাডার বাহিনী হামলা করেছে। হামলায় বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মীকে মারধর করা হয়েছে।
জানা যায়, শুক্রবার বিকালে আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের কর্মমঠ গ্রামের রুশেদ আলমের বাড়িতে বিএনপির নির্বাচন প্রচারের সভা চলছিল। বিকাল ৫টা ২০ মিনিটে সভায় আওয়ামী লীগের ক্যাডার বাহিনী হামলা চালায়। হামলায় সভা পন্ড হয়ে যায়। এই হামলায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: মোজাম্মেলহকসহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে তবে সরকারী দলের লোকজনের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়নি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com