ব্রাহ্মণাবড়িয়ার আখাউড়ায় মো: মোজাম্মেল হক নামে এক বিএনপি নেতার মাছের প্রকল্প ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগের লোকজন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিষ দিয়ে ধ্বংস করে দেয়া হয়েছে লাখ লাখ টাকার মাছ। ঘটনাটি ঘটেছে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের গোয়াল গাংগাইল গ্রামে। ১৯ নভেম্বর রাতে এই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: মোজাম্মেল হকের উপর ক্ষিপ্ত ছিল স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। মো: মোজাম্মেল হক আওয়ামী লীগের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তার মাছ ধরার প্রকল্পে বিষ দিয়ে প্রকল্পে সব মাছ মেরে ফেলে দিয়েছে আওয়ামী লীগের লোকজন। এতেও আওয়ামী লীগ শান্ত হয়নি। মো: মোজাম্মেলকে বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com