শেখ হাসিনা পতনের পর আগষ্ট ও সেপ্টেম্বর দুই মাসে ভারতের ত্রিপুরায় ১৩৪৬ জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। অবৈধ ভাবে ভারতে প্রবেশের দায়ে বিএসএফসহ ত্রিপুরার আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তাদেরকে আটক করে। আজ মঙ্গলবার ত্রিপুরার নর্থইস্ট হেরাল্ড নামে একটি ইংরেজী সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত খবরে বলা হয়েছে, শেখ হাসিনা পতনের পর ত্রিপুরায় বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যহত রয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে আগষ্ট ও সেপ্টেম্বর দুই মাসে ১ হাজার ৩৪৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে আগষ্ট মাসে ভারতের ত্রিপুরা প্রদেশে ৬২০ জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। সেপ্টেম্বর মাসে আটক হয়েছে ৭২৬ জন বাংলাদেশী নাগরিক। বাংলাদেশী নাগরিকদের সাথে আগষ্ট-সেপ্টেম্বরে ১০১ জন রোহিঙ্গাকে আটকের কথাও বলা হয়েছে খবরে।
খবরে আরো বলা হয়, হাসিনা পতনের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার নির্দেশে সীমান্তে জোরদার অভিযান পরিচালনা করছে বিএসএফ সদস্যরা। সীমান্ত এলাকা থেকে শুরু করে ত্রিপুরার বিভিন্ন রেলস্টেশন,বাজারহাট ও বাড়িঘরে অভিযান পরিচালনা করে বাংলাদেশীদের আটক করা হয়। আটককৃত সবাইকে বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com