ব্রেকিং

x

আখাউড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনালে রাধানগর ও কুড়িপাইকা চ্যাম্পিয়ন

শনিবার, ১৩ জুলাই ২০১৯ | ৭:৪৯ অপরাহ্ণ

আখাউড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনালে রাধানগর ও কুড়িপাইকা চ্যাম্পিয়ন

আজ শনিবার আখাউড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে আখাউড়া পৌরসভার রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা মাধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।



আজ বিকালে উপজেলা পরিষদ মাঠে বালক বিভাগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে চানপুর পীর সৈয়দ বাহাউদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনালে বনগজ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে কুড়িপাইকা মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: লূৎফর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব মিয়া, মৌসুমী আক্তার, হাসিনা আক্তার, আব্দুল হাই, দ্বিলীপ দেবনাথ,  আনার কলি, সহকারী শিক্ষক শাহ জালাল প্রমুখ। খেলায় উপস্থাপনা করেন সহকারী শিক্ষক সমিতির মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস। খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক সেকের মিয়া।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!