ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৫০ লাখ টাকার মাদকসহ চোরাই পণ্য উদ্ধার করেছে। আজ মঙ্গলবার পর্যন্ত তিনদিন অভিযান পরিচালনা করে এসব চোরাই পণ্য উদ্ধার করা হয়। সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন বিজিবি তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার পর্যন্ত তিনদিন মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় হুইস্কি ১৯৮ বোতল, বিয়ার ২৫ বোতল, গাঁজা ০৬ কেজি, ফেন্সিডিল ০৫ বোতল, ইয়াবা ট্যাবলেট ৪০০০ পিস, শাড়ি ১২৭ পিস, বাঁজি ৬০০ পিস, ডারোবিন মলম ৪৫৮৫ পিস, টুথ পেস্ট ৬৪ পিস, মুভ ক্রীম ৮৪০ পিস,বাংলাদেশী স্কুটার ১টি, বাংলাদেশী অটোরিক্সা ১টি উদ্ধার হয়। অভিযান পরিচালনার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য ধরা হয়েছে ৪৮ লাখ ৮৪ হাজার ৭৫০ টাকা।
সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যহত থাকবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com