স্বামীর সন্ধ্যান চেয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সংবাদ সম্মেলন করেছে নাহিদা আক্তার নামে এক মহিলা। আজ বুধবার উপজেলার উমেদপুর গ্রামে তার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে নাহিদা আক্তার জানান, তাদের একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আজাদ মিয়া চলতি বছর ৮ জানুয়ারী তার স্বামী রাকিব হাসানকে চাকুরী দিয়ে মালয়েশিয়া নিয়ে যায় কিন্তু আজাদ মিয়া তাকে চাকুরী দিতে পারেনি। এক মাসের উপর তার রোমে রাখে রাকিব হাসানকে।
তিনি জানান, পরে গত ১৭ ফেব্রুয়ারী আজাদ মিয়ার ছোট ভাই ইসহাক মিয়ার নামীয় ফেসবুকে আইডিতে তার স্বামীর বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে একটি লেখা পোস্ট করে। এটি জেনে তার শ্বাশুরী আজাদ মিয়াকে ফোন দিলে সে ফোন রিসিভ করেনি বরং আজাদ মিয়া তার স্বামীর বিরুদ্ধে পুলিশের নিকট অভিযোগ করে। অভিযোগ পেযে পুলিশ তার পাসপোর্ট নিয়ে যায়। এরপর থেকে তার স্বামী নিখোজ। তার কোন সন্ধ্যান পাওয়া যাচ্ছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত নিখোঁজ রাকিব হাসানের মা লক্ষ্মী বেগম জানান, তার ছেলে যদি রুম থেকে চলে যায়, তাহলে পাসপোর্ট রেখে যাবে কেন। আমি আজাদকে ফোন দিলেও সে রিসিভ করে না। তার পরিবারকে জানিয়েও কোন সহযোগিতা পাচ্ছি না।
তিনি বলেন, কিছুদিন ধরে আমার ছেলে নিখোজ। আমি তো মা। আমার একটাই ছেলে। আপনারা আমার ছেলেকে যেভাবে পারেন বের করে দেন।
এদিকে, মোবাইল ফোনে আজাদ মিয়ার কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি রাকিব হাসানকে বিদেশে আনিনি। সে নিজে এসে আমার রুমে ছিল। না জানিয়ে চলে গেছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com