ব্রেকিং

x

সীমান্তে ৫১ লাখ টাকার মাদকসহ চোরাই পণ্য উদ্ধার করেছে ৬০ বিজিবি

বুধবার, ২০ নভেম্বর ২০২৪ | ৮:১০ অপরাহ্ণ

সীমান্তে ৫১ লাখ টাকার মাদকসহ চোরাই পণ্য উদ্ধার করেছে ৬০ বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবির সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৫১ লাখ টাকার মাদকসহ চোরাই পণ্য উদ্ধার করেছে। আজ বুধবার তাদের দায়িত্বপূর্ণ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এইসব অবৈধ পণ্য উদ্ধা করে। ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজিবি জানায়, আজ বুধবার দিনব্যাপী ৬০ বিজিবির বিভিন্ন সীমান্ত ফাড়ির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে ভারতীয় থান কাপড় ১৪৪০ গজ, ফেসওয়াস ৭৯ পিস, মেকছি ৬৫ পিস, গোল্ড ক্রিম ১৬৫ পিস, ধানের বীজ ৬৭ প্যাকেট, অলিভ ওয়েল ১৭৬ পিস, ইনজেকশন ১১০৬ পিস, বাঁজি ৯১৫০ পিস, মশার কয়েল ৮০০ পিস, রসুন ৯০ কেজি, ওড়না ১১৪ পিস, লুঙ্গি ১৮ পিস, কফি ৯৯১ কেজি, কীটনাশক ঔষধ ৪৪ প্যাকেট, চাউল ২৯৭ কেজি, জনসন বেবী লোশন ১৭২ পিস, বিছানার চাদর ৫০ পিস, বিভিন্ন প্রকার টুপি ১৪৯০ পিস, বিভিন্ন প্রকার থ্রি পিচ ১৩৪ পিস, চিনি ১৯৩৫ কেজি , গাঁজা ২৮ কেজি এবং ইস্কফ সিরাপ ১০ বোতল উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়।


সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হয় বলেও তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!