ব্রেকিং

x

সীমান্তে বিপুল পরিমান মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক হয়েছে এক শীর্ষ চোরাচালানী

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | ২:২০ অপরাহ্ণ

সীমান্তে বিপুল পরিমান মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক হয়েছে এক শীর্ষ চোরাচালানী

সীমান্তে প্রায় ৪৪ লাখ টাকার বিপুল পরিমান মাদক ও চোরাই পণ্যসহ ৬০ বিজিবির হাতে এক শীর্ষ চোরাচালানী আটক হয়েছে। আজ রোববার আখাউড়া, কসবা, বুড়িচং আদর্শ উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে এই চোরাই পণ্য উদ্ধার হয়।


বিজিবি জানায়, আজ রোববার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবির সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা, কুমিল্লা বুড়িচং ও আর্দশ উপজেলার বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি সদস্যরা ভারতীয় অবৈধ মাদক, বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে এবং নাদিম মাহমুদ (২৪) নামে এক শীর্ষ চোরাচালানীকে আটক করে। জব্দকৃত চোরাই পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বাঁজি ৩৫৬০০ পিস, রসুন ১০৮ কেজি, শাড়ি ৪৭ পিস, চাউল ২১৬ কেজি, চিনি ২৩৭৫ কেজি, হুইস্কি ০৪ বোতল, গাঁজা ২৭ কেজি এবং ১ টি বাংলাদেশী প্রাইভেট করা। আটককৃত নাদিম মাহমুদ ঢাকা উত্তরখান এলাকার মাসুদ করিমের পুত্র। উদ্ধারকৃত মাদক ও চোরাই পণ্যের মূল্য ধরা হয়েছে ৪৩ লাখ ৫৫ হাজার ১৫০ টাকা।


সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত চোরাচালানীকে কসবা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেয়া হয়েছে।
সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!