ব্রেকিং

x

সর্বোচ্চ শাস্তি ৫ বছর আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক নয়-আইনমন্ত্রী

মঙ্গলবার, ০৭ আগস্ট ২০১৮ | ৯:০৯ অপরাহ্ণ

সর্বোচ্চ শাস্তি ৫ বছর আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক নয়-আইনমন্ত্রী

সড়ক দুর্ঘটনা আইনে সর্বোচ্চ শাস্তি ৫ বছর করা সুপ্রিম কোর্টের দেয়া রায়ের সঙ্গে কোনোভাবেই সাংঘর্ষিক নয় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি ।


আজ মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ শাস্তি সাত বছর করার জন্য রায় দিয়েছিল। এখন সড়ক দুর্ঘটনা আইনে সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর করা ওই রায়ের সঙ্গে সাংঘর্ষিক কি-না। এমন প্রশ্নের জবাবে একথা বলেন আইনমন্ত্রী।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!