ব্রেকিং

x

সরাইলে ট্রাকভর্তি ভারতীয় চিনির চোরাই চালানসহ আটক ১

সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ | ৬:২৪ অপরাহ্ণ

সরাইলে ট্রাকভর্তি ভারতীয় চিনির চোরাই চালানসহ আটক ১

সরাইলে চোরাই পথে আনা ট্রাকভর্তি ২৪৫ বস্তা ভারতীয় চিনির একটি বড় চালানসহ মো. নুর উদ্দিন নামে এক চোরাকারবারীকে আটক করছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।


সোমবার (৭ অক্টোবর) উপজেলার শাহবাজপুর জিলানী পেট্রোল পাম্পের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ট্রাকভর্তি ১৩ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা চিনিসহ তাকে আটক করা হয়। আটক মো. নুর উদ্দিন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত নোমান মিয়ার ছেলে।


ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইংস জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি জানান, সোমবার উপজেলার শাহবাজপুর জিলানী পেট্রোল পাম্পের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মনিষ সরকার, এএসআই অর্জুন চন্দ্র রায়, এএসআই কফিল উদ্দিন ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভারতীয় চোরাই চিনি ভর্তি একটি ট্রাক আটক করা হয়। এ সময় ট্রাক থেকে ২৪৫ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ১৩ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ লক্ষ্যে সরাইল থানায় আটককৃত আসামি ও জব্দকৃত চিনি, ট্রাক হস্তান্তর করা হয় এবং মামালা রুজু প্রক্রিয়াধীন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!