ব্রেকিং

x

সরাইলে জবাইকৃত গরুসহ দুই চোর গ্রেপ্তার

রবিবার, ২০ অক্টোবর ২০২৪ | ৩:২৫ অপরাহ্ণ

সরাইলে জবাইকৃত গরুসহ দুই চোর গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরু চুরির পর জবাই করে রক্তাক্ত অবস্থায় বাজারে নামানোর সময় হাতেনাতে দুই চোরকে আটক করে জনতা।


আবুল কাশেম নামের ব্যক্তি গরু চুরির অভিযোগে মো. শওলাজ (৩০) ও সাজু মিয়ার (২৮) বিরুদ্ধে সরাইল থানায় মামলা করেন।


গত শুক্রবার গভীর রাতে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এই চুরির ঘটনা ঘটেছে। পরে পুলিশ দুই চোরকে গ্রেপ্তার করে গরুসহ আদালতে প্রেরণ করেন।

পুলিশ, মামলা ও স্থানীয় একাধিক সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিশুতারা গ্রামের মোমিন মিয়ার শিশু পুত্র মোহনের (০৭) পালিত একটি গাভী বাড়িতে থেকে চুরি করে নিয়ে আসে ওই দুই চোর। তারা ওই বাড়ি থেকে ২-৩শত গজ দূরে খালি মাঠে নিয়ে গাভীটিকে জবাই করে। জবাইকৃত গাভীটিকে একটি সিএনজি চালিত অটোরিকশার ( বি- বাড়িয়া-থ-১১-৬৬৫৮) পেছনে উঠায়। সিএনজি’র দুদিকে ফর্দা ফেলে ঢেকে দেয়। ওই সিএনজিটি রাত ৪টার দিকে সরাইল বিকাল বাজারে পৌঁছে। সেখানে জবাইকৃত গরুটি রক্তাক্ত অবস্থায় নামানোর সময় একদল ট্রাক শ্রমিক দেখে ফেলে। তারা সিএনজিতে কী? বলার সাথেই দুই চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বড়ুইয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে সাজু মিয়াকে হাতেনাতে আটক করে ফেলে শ্রমিকরা। আর গরু ফেলেই দৌঁড়ে পালিয়ে যায় সরাইল সদরের কাচারি পাড়ার মো. হুমায়ুন মিয়ার ছেলে শওলাজ। পরে পুলিশ অভিযান চালিয়ে শওলাজকে গ্রেপ্তার করে।

জবাইকৃত গাভীটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। গরুর মালিক মো. আবুল কাশেম বাদী হয়ে এ ঘটনায় ওই চোরকে আসামি করে সরাইল থানায় মামলা করেছেন।

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, সরাইলে গরু চোরের একটি বড় সিন্ডিকেট দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গরু চুরি করছে। তারা চুরির গরু গুলি কখনো জবাই করে, টুকরা করে আবার কখনো জীবিত অবস্থায় স্থানীয় এক শ্রেণির কসাইয়ের কাছে বিক্রি করছেন। কসাইরা স্বল্প মূল্যে ক্রয় করে অধিক লাভের ব্যবসা করে আসছে। ওই চোরকে জিজ্ঞাসাবাদ করলে সিন্ডিকেটের চোর ও কসাইদের নাম পাওয়া যাবে। ফলে সরাইলের অসহায় গরু পালনকারী ক্ষুদ্র চাষীরা উপকৃত হবে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছি। গ্রেপ্তারকৃত দুই চোরকে আদালতে প্রেরণ করেছি। গরু কাঁচামাল। দ্রত নষ্টযোগ্য। তাই আদালতের অনুমতি সাপেক্ষে ওই গরু পাবেন মালিক।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!