ব্রেকিং

x

সবাই মিলে দেশের শান্তি ও সম্প্রীতি রক্ষা করতে হবে-ইউএনও গাজালা পারভীন রুহি

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ | ৪:৪৩ অপরাহ্ণ

সবাই মিলে দেশের শান্তি ও সম্প্রীতি রক্ষা করতে হবে-ইউএনও গাজালা পারভীন রুহি

আখাউড়ায় আইন শৃংখলা কমিটির বিশেষ সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহির সভাপতিত্বে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেছেন, সবাই মিলে দেশের শান্তি ও সম্প্রীতি রক্ষা করতে হবে। দেশ বিদেশের কিছু দুর্বৃত্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরণের গুজব ছড়িয়ে অস্থিরতা ও ধর্মীয় উম্মাদনা ছড়াচ্ছে। এসব গুজব ও উস্কানিমূলক লেখায় কান না দেওয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।


সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মো: সজিব মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হিমেল খান, কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসছুম, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন আব্দু, জামায়াতে ইসলামীর আমির মো: ইকবাল হোসেন, পৌরসভা বিএনপির আহবায়ক মো: সেলিম ভুইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মো: বোরহান উদ্দিন খান, ইমাম পরিষদের সভাপতি মাওলানা মো: মাইনুদ্দিন, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বিশ্বজিৎ পাল বাবু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষসহ স্থানীয় ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা।


উপস্থিত নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেছেন, আখাউড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় বিদ্যমান রয়েছে। কাউকে এই সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবেনা। আগামীকাল শুক্রবার জুমার নামাজের খুতবায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমামদেরকে বয়ান ও উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও উপাসনালয়ে বৈঠক করতে ধর্মীয় নেতাদের প্রতি আহবান জানানো হয় এই সভায়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!