ব্রেকিং

x

শিক্ষককে বরখাস্তের দাবিতে মানববন্ধন

রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ | ৬:০৮ অপরাহ্ণ

শিক্ষককে বরখাস্তের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছয়গড়িয়া শাহ আলম উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সেলিনা বেগমের স্থায়ী বরখাস্ত ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।


রোববার সকালে বিদ্যালয় মাঠে মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সেলিনা বেগম মিথ্যা মামলা দিয়ে বিদ্যালয়ের ভূমি দাতা ও সাবেক সভাপতি আবুল বাশার ওরফে মো. মোবারক হোসেনকে হয়রানি করেছেন।


মানসিক নির্যাতনে চলতি বছরের ১০ জুলাই মোবারক হোসেন মারা যন। বিদ্যালয়ের পড়ালেখার সুষ্ঠু পরিবেশে ফিরিয়ে আনতে সেলিনা বেগমকে স্থায়ী বরখাস্ত করে নতুন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জান্নাত মনি, মেহের, ইমতিয়াজ, সুমন প্রমুখ।

৮ম শ্রেণির হামিম ইসলাম জানায়, আমি ৪ বছর ধরে এই স্কুলে পড়ালেখা করছি। সেলিনা ম্যাডাম ইংরেজি শিক্ষক হয়েও কোনো ক্লাস নিত না। আমরা তাকে ক্লাস করার কথা বললে- তিনি আমাদেরকে ধমক দিতেন, বকাঝকা করতেন। তিনি ১২টার সময় স্কুলে এসে ২টায় চলে যেতেন। আমরা এই অযোগ্য শিক্ষককে চাই না।

৮ম শ্রেণির ছাত্রী মেহের জানায়, সেলিনা ম্যাডাম স্কুলের অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এজন্য স্কুলে ঠিকভাবে ক্লাস হয় না। আমরা সঠিকভাবে লেখাপড়া করতে চাই। সেলিনা ম্যাডামের পদত্যাগ চাই।

জানা গেছে, প্রধান শিক্ষকসহ শূন্য পদে নিয়োগ নিয়ে গড়িমসি, বিদ্যালয়ের আয় ব্যয়ের হিসাব না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে বিদ্যালয়ের ম্যনেজিং কমিটি গত ৫ জুলাই মোছা. সেলিনা বেগমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি এবং সহকারি প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে।

বিদ্যালয়ের সাবেক সভাপতি মোবারক হোসেনের মেয়ে রেখা বেগম অভিযোগ করে বলেন, আমার বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া এবং আয় ব্যয়ের হিসাব চাওয়ায় সেলিনা বেগম বাবার সঙ্গে খারাপ আচরণ করত। তিনি মিথ্যা মামলা দিয়ে আমার বাবাকে হয়রানি করেছেন। মানসিক চাপে আমার বাবার মৃত্যু হয়েছে। আমি সেলিনা বেগমের বিচার চাই।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!