ব্রেকিং

x

মাদকসহ ৪২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ | ৪:৪৯ অপরাহ্ণ

মাদকসহ ৪২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

গত তিনদিনে সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা সীমান্তে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে প্রায় ৪২ লাখ টাকার মূল্যের বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে তা জানানো হয়েছে।


৬০ ব্যাটালিয়ন বিজিবি জানায়, তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলছে। ২১ অক্টোবর থেকে আজ বুধবার ২৩ অক্টোবর পর্যন্ত তিনদিন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। এই অভিযানের সময় ভারতীয় হুইস্কি ১২৯ বোতল, বিয়ার ২৪ বোতল, গাঁজা ৬৩.৫ কেজি, ইস্কফ সিরাপ ২৪ বোতল, শাড়ি ৫০ পিস, বাঁজি ২১০০০ পিস, তালা ১৪৫৮ পিস, সিএনজি ০১ টি, স্কিন ক্রীম ২৭০০ পিস, লেহেঙ্গা ০৫ পিস এবং মোবাইল ডিসপ্লে ১০০ পিস জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত চোরাই পণ্যের মূল্য ধরা হয়েছে ৪১ লাখ ৬৪ হাজার৬৫০ টাকা।
সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানায়, সীমান্ত রক্ষার পাশপাশি অবৈধ অনুপ্রবেশ ও মাদকসহ চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান অব্যহত থাকবে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!