ব্রেকিং

x

মাদকসহ বিপুল পরিমান চোরাই পণ্য উদ্ধার

রবিবার, ২০ অক্টোবর ২০২৪ | ৪:২৯ অপরাহ্ণ

মাদকসহ বিপুল পরিমান চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন বিজিবি প্রায় ষাট লাখ টাকা মূল্যের বিপুল পরিমান মাদকসহ চোরাই পণ্য উদ্ধার করেছে। গত তিনদিন তাদের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে এই পণ্য উদ্ধার করে। ৬০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার এই তথ্য নিশ্চিত করেছেন।


৬০ ব্যাটালিয়ন বিজিবি জানায়, গত শুক্রবার, শনিবার ও আজ রোববার পর্যন্ত তিনদিন তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভারতীয় সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয় ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৪২০ পিস, হুইস্কি ৬০ বোতল, গাঁজা ৩৮ কেজি, বিয়ার ১১ বোতল, ইস্কফ সিরাপ ২ বোতল, বাঁজি ২৬,৩৫০ পিস, পিকআপ ১টি, অটোরিক্সা ১টি, সিএনজি ১টি, অলিভ ওয়েল ৮৮ পিস, এবং শাল চাদর ৭২ পিস। উদ্ধারকৃত অবৈধ পণের বাজার মূল্য ৫৮ লাখ ৭৭ হাজার ৪৫০ টাকা। এই সব অবৈধ পণ্য উদ্ধারের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
৬০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবির এই চোরাচালান বিরোধী অভিযান অব্যহত থাকবে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!