ব্রেকিং

x

মাদকসহ প্রায় ৬০ লাখ টাকা মূল্যে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ | ৮:১৭ অপরাহ্ণ

মাদকসহ প্রায় ৬০ লাখ টাকা মূল্যে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের মাদকসহ বিপুল পরিমান চোরাই পণ্য উদ্ধার করেছে। আজ শনিবার মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব চোরাই পণ্য উদ্ধার করা হয়। সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার এই তথ্য নিশ্চিত করেন।


বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন বিজিবি তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় অবৈধ গরু ৪ টি , সিএনজি ১ টি, চিনি ৩৬৯০ কেজি, চাউল ২১৫ কেজি, শাড়ি ৩৭৪ পিস, মশার কয়েল ৭,২০০ পিস,  হুইস্কি ১৩ বোতল, গাঁজা ১০ কেজি, বাঁজি ১৩,৮০০ পিস, বডি লোশন ১৬৫ পিস উদ্ধার করে বিজিবি সদস্যরা। অভিযান পরিচালনার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য ধরা হয়েছে ৫৭ লাখ ৯৮ হাজার ১০০ টাকা।
সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যহত থাকবে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!