সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দেখতে হাসপাতালে গিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভুইয়া। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন লুৎফুজ্জামান বাবরের শারিরিক অবস্থার খোজ-খবর নেন কসবা-আখাউড়া বিএনপির কান্ডারী কবির আহমেদ ভুইয়া।
জানাগেছে, হাসপাতালে যাওয়ার পর কবির আহমেদ ভুইয়াকে বুকে জড়িয়ে ধরেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এসময় কবির আহমেদ ভুইয়াকে উদ্দেশ্য করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, আল্লাহ যদি সহায় হয় কোন প্রয়োজন হলে আমার নিকট আসবেন। আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো। পরে তিনি কবির আহমেদ ভুইয়ার মাথায় হাত রেখে দোয়া করে দেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক তরুণ দে।
উল্লেখ্য বুকে ব্যথা নিয়ে রোববার ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তাকে হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com