ব্রেকিং

x

ভারতের পশ্চিমবঙ্গে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ৪৫ জন

মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮ | ১০:৩৫ অপরাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ৪৫ জন

ভারতের পশ্চিমবঙ্গে সোমবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।


সিনিয়র এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘রাজ্যের রাজধানী কলকাতা থেকে ২২০ কিলোমিটার দূরে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদে একটি পুরনো সেতু ভেঙে বাসটি খালে পড়ে যায়। এখন পর্যন্ত সেখান থেকে ৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’


তিনি আরও বলেন, ‘ডুবুরিরা এখনো লাশের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।’ বাসটিতে ৬০ জনের মতো আরোহী ছিলেন। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

সোমবার দ্রুতগামী বাসটি অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর দেয়াল ভেঙে জলঙ্গী নদীর সঙ্গে সংযুক্ত খালে পড়ে যায়।

এই ঘটনায় আহত কয়েকজনকে সরকারি একটি হাসপাতলে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।’

নদিয়া জেলা থেকে করিমপুর থেকে মুর্শিদাবাদের মধ্য দিয়ে মালদা জেলায় যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। সুত্র: বাংলাদেশ প্রতিদিন

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!