ভারতের ত্রিপুরায় একদিনে মহিলা ও শিশুসহ ২৬ জন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে সেখানকার পুলিশ আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১৬জনকে এবং মঙ্গবার দিনের বেলা অভিযান চালিয়ে ১০জনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করে। বুধবার ভারতের বতমান ও জাগরন পত্রিকার অনলাইন সংস্কনে এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের বরাদ দিয়ে খবরে জানানো হয়, মঙ্গলবার রাতে গ্রেফতারকৃতদের মধ্যে ১৬ জনের মধ্যে ৩ জনকে বাংলাদেশি দালাল হিসেবে শনাক্ত করা হয়েছে। তারা অবৈধ অনুপ্রবেশ কান্ডে জড়িত বলে দাবি করা হয়েছে। অপরদিকে মঙ্গলবার দিনের বেলা সেখানকার মানব পাচার প্রতিরোধ ইউনিট এবং গোয়েন্দা ইউনিট বাংলাদেশী নাগরিকদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে পশ্চিম ত্রিপুরার আমতলী এবং দুকলীর সাধারন এলাকায় এক শিশুসহ ১০জনকে আটক করে। প্রাথমিক ভাবে তারা বাংলাদেশী নাগরিক হিসাবে স্বীকার করেছে।
রেলস্টেশনের গ্রেফতারকৃতদের নাম প্রকাশ করেছে পুলিশ। বুধবার সকল বাংলাদেশী নাগরিককে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে গ্রেফতারকৃতরা হল মিজানুর রহমান (২৬), সফিকুল ইসলাম (৩০), আলামিন আলি (২৩), মিলন (৩৮). শাহাবুল (৩০), শরিফুল শেখ (৩০), কবীর শেখ (৩৪), লিজা খাতুন (২৬), তানিয়া খান (২৪), এথি শেখ (৩৯), বৃন্দাবন মণ্ডল (২১), আব্দুল হাকিম (২৫), ইদুল (২৭), আব্দুর রহমান (২০), আয়ুব আলি (৩০), জিয়ারুল (২০)।
খবরে আরো বলা হয় বাংলাদেশের চলমান পরিস্থিতিতে সীমান্ত দিয়ে বাংলাদেশী নাগরিকরা ভারতের প্রবেশ করতে চাইছে। তাদের ঠেকাতে বিএসএফ বাংলাদেশ-ভারত সীমান্তে কড়া নজরদারী করছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com