ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে চামড়া পাচার ঠেকাতে বিজিবির বাড়তি সতর্কতা

রবিবার, ১১ আগস্ট ২০১৯ | ২:৩৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে চামড়া পাচার ঠেকাতে বিজিবির বাড়তি সতর্কতা
ছবি- প্রতীকী

প্রতিবছর পবিত্র ঈদুল আজহার সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পশুর চামড়া পাচারের প্রবণতা দেখা দেয়। দেশের অন্যান্য সীমান্ত এলাকার মতো ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর ও কসবা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে চামড়া পাচারে তৎপর হয়ে ওঠে দালাল-ফড়িয়ারা। তবে এবার চামড়া পাচার ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকার বাসিন্দাদের সচেতন করার পাশাপাশি চামড়া ব্যবসায়ীদের ওপরও নজর রাখবে বিজিবির সদস্যরা।


বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির জানান, চামড়া পাচার রোধে সীমান্ত এলাকার বাসিন্দাদের সচেতন করা হয়েছে। কোনোভাবেই সীমান্ত পার হয়ে যেন ভারতে চামড়া যেতে না পারে সেজন্য তারা সতর্ক থাকাবেন। সীমান্তে বিজিবি সদস্যদের টহলও জোরদার করা হয়েছে।


এদিকে এ বছর জেলা প্রাণিসম্পদ অফিস থেকে এক লাখ পাঁচ হাজারেরও বেশি পশুকে কোরবানি যোগ্য ঘোষণা করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!