ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ দিনে ২২৩ জন করোনায় আক্রান্ত

বুধবার, ১৪ এপ্রিল ২০২১ | ১২:০১ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ দিনে ২২৩ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত ৭দিনে জেলায় দুই শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ্য হয়েছে মাত্র ২২ জন। আক্রান্ত সব রোগীকে হোম আসোলেশনে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।


ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস জানায়, বর্তমানে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আশংকাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে ২২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।


সিভিল সার্জন অফিস জানায়, গত ৭ এপ্রিল থেকে আজ মঙ্গলবার ১৩ এপ্রিল পর্যন্ত ৭দিনে ৯৫২টি রিপোর্টের প্রাপ্ত ফলাফলে ২২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। অপরদিকে গত ৭দিনে মাত্র ২২ জন রোগী সুস্থ্য হয়েছে। বাকী ২০১ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত ২২৩ করোনা রোগীর মধ্যে সবচেয়ে বেশী ১১৭ জন রোগী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় শনাক্ত হয়েছে। এর মধ্যে আখাউড়া ১৭ জন, কসবা ১৬ জন, নবীনগর ১৯ জন, বাঞ্চারামপুর ৮ জন, বিজয়নগর ৪ জন, নাসিরনগর ২ জন, আশুগঞ্জ ২৬ জন এবং সরাইল উপজেলায় ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে  মানুষ উদাসীন হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে স্বাস্থ্য বিভাগের লোকজন ধারণা করছে। তাই সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি মানতে কর্তৃপক্ষ সকলের প্রতি আহবান জানিয়েছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!